Connect with us
ফুটবল

আরেকটি এশিয়ান কাপ খেলার লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh take the field tomorrow with the goal of qualifying for another Asian Cup.
চাইনিজ তাইপেকে হারিয়ে আরেকটি এশিয়ান কাপ খেলতে চায় বাংলাদেশ। ছবি- বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দু’টি দল। গত জুনে প্রথমে সিনিয়র দল এবং পরের মাসে অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপের টিকিট কেটেছে। এবার অনূর্ধ্ব-১৭ দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেমেছে। 

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে ’এইচ’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের শুরুটা হয়েছে ড্র দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের দল। তবে ওই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ ছিল বাঘিনীদের সামনে। কিন্তু শেষ মুহুর্তে গোল হজম করে বাকি ২ পয়েন্ট হাতছাড়া করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এবার বাছাইয়ের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চাইনিজ তাইপে। মূল পূর্বে কোয়ালিফাইয়ের জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের। তবে এই ম্যাচে জয় পেতে মানসিকভাবে প্রস্তুত আছে বাংলাদেশ দল। শক্তিশালী এই প্রতিপক্ষকে হারিয়ে মূল পর্বে যেতে আত্মবিশ্বাসী অর্পিতা বিশ্বাসের দল।



প্রথম ম্যাচে বাংলাদেশ ড্র করলেও চাইনিজ তাইপে জয় পেয়েছে বিশাল ব্যবধানে। স্বাগতিক জর্ডানকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। তবে জর্ডান যেসব ভুলের কারণে গোল খেয়েছে, মাঠে সেই ভুলগুলো এড়িয়ে খেলতে চায় বাংলাদেশ।

ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘মূল পর্বে কোয়ালিফাই করার জন্য আমাদের জেতা ছাড়া কোনো বিকল্প নেই। চাইনিজ তাইপে বেশ শক্তিশালী দল। জর্ডানের বিপক্ষে তারা কিভাবে খেলেছে, গোল করেছে আমরা দেখেছি। জর্ডান কিভাবে গোল খেয়েছে সেই জিনিসগুলো আমাদের এড়িয়ে খেলতে হবে, আর আমরা কি করলে গোল খাব না সেটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু গোল না খাওয়ার ব্যাপার নয়, কিভাবে তাদের বিপক্ষে গোল করা যায় এই বিষয়গুলোও আমাদের মাথায় আছে। কারণ খেলার মোমেন্টাম ঘুড়িয়ে দিতে একটা গোলই যথেষ্ট। তাই শেষ ম্যাচটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই খেলতে চাইছি আমরা।’

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) মূল পর্বে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। জর্ডানের আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল