চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দুপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দুই দল এখন ১–১ সমতায়। আর শেষ ম্যাচটাই ঠিক করে দেবে বছরের শেষ আন্তর্জাতিক খেলায় কে জয়ী হবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে, সম্প্রচার করবে টি-স্পোর্টস।
টেস্ট সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের পর সংক্ষিপ্ত সংস্করণে প্রথম ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৩৯ রানের হার। তবে পরদিনই ২য় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসদের ৪ উইকেটের জয়ে সিরিজ সমতা ফেরে। সেই ধারাবাহিকতা বজায় রেখে শেষ ম্যাচটাও জয় দিয়েই শেষ করতে চায় টাইগাররা।
এই সিরিজ চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই লিটন, হৃদয়দের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্য রকম। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল তারা।
জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তানজিদ তামিম দ্রুত ফিরলেও পারভেজ হোসেন ইমন, লিটন দাস আর সাইফ হাসানের জুটিতে ম্যাচে ফিরে আসে দল। ইমনের সঙ্গে ৬০ আর সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন। ইমনের ৪৩ রানের ইনিংস শেষে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। কিন্তু ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হঠাৎ কঠিন হয়ে ওঠে। ১৫৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে দুই বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
আজকের ম্যাচে এক পরিবর্তন এনেছে দল। প্রথম দুই ম্যাচে জায়গা না পাওয়া শামীম পাটোয়ারি ফিরেছেন স্কোয়াডে।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ