Connect with us
ক্রিকেট

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিড বাংলাদেশের

Bangladesh take a big lead against Sri Lanka in Mirpur.
দ্বিতীয় দিন শেষে আড়াইশ’র কাছাকাছি লিড পেয়েছে বাংলাদেশ। ছবি- বিসিবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। গতকাল (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম তিনদিনের ম্যাচ। খেলার দ্বিতীয় দিন শেষে বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে ১২০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। জুনিয়র টাইগারদের বোলিং তোপে ১০২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। তাতে ১৮ রানের লিড পায় বাংলাদেশ।

এরপর দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বড় লিড পেয়েছে জুনিয়র টাইগাররা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে দলটি। তাতে ২৪৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।



বাংলাদেশের হয়ে সেঞ্চুরির পথে আছেন জুনায়েদ হোসেন। ২১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৭ রান করে অপরাজিত আছেন এই ব্যাটার। রান পেয়েছেন রাকিবুল হাসানও। ১৩০ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ৬২ বলে ২৫ রান করেন সৌরভ কর্মকার।

আগামীকাল মাঠে গড়াবে তৃতীয় ও শেষদিনের খেলা। প্রথমদিন ২২ উইকেট পতনের পর আজ দ্বিতীয় দিন কেবল ৬টি উইকেট পড়েছে।

অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৭০ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জুনায়েদ-রাকিবুল-সৌরভদের ধৈর্যশালী ব্যাটিংয়ে বিপত্তি সামাল দিয়ে বড় লিডের পথে এগোতে থাকে স্বাগক্তিকরা। ষষ্ঠ উইকেটে জুনায়েদ ও রাকিবুল মিলে ৯২ এবং সপ্তম উইকেটে জুনায়েদ ও সৌরভ মিলে ৫৯ রানের জুটি গড়েন। তাতেই বড় লিড গড়তে সক্ষম হয় জুনিয়র টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট