Connect with us
ক্রিকেট

১৫ রানেই পাকিস্তানের ৫ উইকেট তুলে নিল বাংলাদেশ

Bangladesh take 5 wickets of Pakistan for 15 runs
শরিফুল-তানজিমদের কল্যাণে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

মিরপুরের উইকেটে পাকিস্তানের বিপক্ষে চলছে বাংলাদেশের পেস তাণ্ডব। বাংলাদেশের আগুন ঝরানো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছে না সফরকারী ব্যাটাররা। ১৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানেই ৫ উইকেট হারিয়েছে দলটি।

আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

ইনিংসের প্রথম ওভারেই রানআউটের শিকার হয়ে ফেরেন সাইম আইয়ুব। ৪ বল খেলে মাত্র ১ রান করেন এই ওপেনার। পরের ওভারে বোলিংয়ে আসেন তাসকিনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই আঘাত হানেন এই পেসার। এলবিডব্লিউর শিকার হয়ে গোল্ডেন ডাকে ফেরেন মোহাম্মদ হারিস।

আরও পড়ুন:

» জাকের-মেহেদির ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

» সেঞ্চুরি মিস দুজনের, হোয়াইটওয়াশের ম্যাচে বিশাল সংগ্রহ বাংলাদেশের 

শরিফুল নিজের দ্বিতীয় ওভারে এসে ফের আঘাত হানেন। এবার তার শিকার তারকা ওপেনার ফখর জামান। লেগ স্টাম্পের বাইরের বল তার গ্লাভসে লেগে উইকেটের পেছনে চলে যায় এবং সেখানে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন লিটন। ৮ বলে ৮ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। আর নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন এই পেসার। ওভারের তৃতীয় বলে তার শিকার হাসান নাওয়াজ। উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। পরের বলেই হাসান নাওয়াজের মতো উইকেটের পেছনে লিটনের কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নতুন ব্যাটার মোহাম্মদ নাওয়াজ।

এরপর সালমান আগা ও খুশদিল শাহ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩০ রানের মাথায় সালমানকে ফিরিয়ে ১৫ রানের জুটি ভেঙে দেন শেখ মেহেদি। ২৩ বল খেলে মাত্র ৯ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৭ রান। জয়ের জন্য ৪৮ বলে ৮৭ রান প্রয়োজন তাদের, আর বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট