
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নিজেদের দ্বিতীয় পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। অপরদিকে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে গ্রুপের আরেক দল ভারত। আর এতে নিজেদের অবস্থানে উন্নতি ঘটালো বাংলাদেশ।
চার দলের গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশ। সমান দুই ড্রতে ২ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে ভারত। একই পয়েন্ট হলেও গোল করার দিক থেকে বাংলাদেশের তুলনায় পিছিয়ে থাকায় এক ধাপ পেছনে দলটি। চার ম্যাচে হামজা-সামিতরা বাংলাদেশের হয়ে করেছেন মোট ৫ গোল। অপরদিকে ভারত করেছে মাত্র ২ গোল।
ভারতের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলা এখন অনেকটাই অসম্ভব। কেননা গ্রুপের শীর্ষে থাকা হংকংয়ের পয়েন্ট ৮। আর সমান সংখ্যক পয়েন্ট নিয়েই দুই নম্বরে আছে সিঙ্গাপুর। যেখানে বাংলাদেশ তাদের বাকি দুই ম্যাচে জিতলেও হবে সর্বোচ্চ ৮ পয়েন্ট।
এদিকে একদম ১৮ অক্টোবর মুখোমুখি হবে হংকং ও সিঙ্গাপুর। সেখানে যেই দলে পয়েন্ট পাক না কেন তারা চলে যাবে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। আর যেহেতু গ্রুপ থেকে কেবল একটি দল সুযোগ পাবে টুর্নামেন্টের মূল পর্বে খেলার, তাই আর কোন সুযোগ থাকছে না বাংলাদেশ ও ভারত উভয় দলের জন্যই।
আজ মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ের মাটিতে তাদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। যেখানে আছে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে হামজারা। এরপর একাধিক বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফলতা পায়নি তারা। তবে ম্যাচের ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন রাকিব হোসেন।
ডি-বক্সের মধ্যে সতীত্বের বাড়ানো লম্বা পাস থেকে হেডে বল রাকিবের দিকে বাড়ান ফাহমিদুল ইসলাম। পোস্টের একদম সামনে থেকে বল পেয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি রাকিব।
এর আগে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের এক ফুটবলার। ১০ জনের দলের বিপক্ষে অতিরিক্ত কোন সুযোগ তৈরি করতে পারে কিনা বাংলাদেশ সেটাই ছিল দেখার বিষয়। অবশেষে ম্যাচ ড্র করার গুরুত্বপূর্ণ সেই গোল পেয়ে যায় সফরকারীরা।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস
