Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Bangladesh suffer whitewash against West Indies in T20 series.
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখল বাংলাদেশ। চলতি মাসের শুরুতে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। মাসের শেষ সপ্তাহে এসে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল লিটন দাসের দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল।

শুক্রবার (৩১ অক্টোবর) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজটি ৩-০ তে জিতে নিয়ে গত বছরের হোয়াইটওয়াশের বদলা নিয়েছে ক্যারিবিয়ানরা। ২০২৪ সালের ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

চট্টগ্রামে এদিন  টিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ছাড়া কেউই ব্যাট হাতে রাঙাতে পারেননি। তানজিদ একাই খেলেন ৬২ বলে ৮৯ রানের ইনিংস। তবে ১১ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ থেকে যায় এই ওপেনারের।



এর বাইরে বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। সাইফ হাসান ২২ বলে ২৩ রান করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন ৯, তাসকিন আহমেদ ৯ এবং লিটন দাস ৬ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে হ্যাটট্রিক করেছেন রোমারিও শেফার্ড। নিজের তৃতীয় ওভারের শেষ বলে নুরুল এবং পরের ওভারের প্রথম দুই বলে তানজিদ ও শরিফুলকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন এই পেসার। এছাড়া জেসন হোল্ডার ও খ্যারি পিয়ের ২টি করে এবং রস্টোন চেজ ও আকিল হোসেন একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে রস্টোন চেজ ২৯ বলে ৫০ এবং অ্যাকিম অগাস্তে ২৫ বলে ৫০ রান করেন। এছাড়া ২৩ বলে ৩৪ রান করেন আমির জাংগো।

বাংলাদেশের পক্ষে বল হাতে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি। তবে বোলিংয়ে সবচেয়ে বেশি খরুচে ছিলেন তাসকিন আহমেদ। ৩.৫ ওভারে ৫০ রান দেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৫১/১০ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ : ১৫২/৫ (১৬.৫ ওভার)

ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট