আন্তর্জাতিক নারী প্রীতি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় থাইল্যান্ড। পেংগামের গোলে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। ২৩ মিনিটে চিরাফোনের গোলে স্কোরলাইন ২-০ করে স্বাগতিকরা।
২৯ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন শামসুন্নাহার। এর ৫ মিনিট পর ম্যাডিসনের গোলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু থাইল্যান্ড তাদের অভিজ্ঞতা এবং শক্তিমত্তা কাজে লাগিয়ে বাংলাদেশের রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে।
৫৪ মিনিটে ৪র্থ ও ৬০ মিনিটে পেনাল্টিতে পঞ্চম গোল হজম করে শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/এআই