
নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ দল। দুইশ’র কাছাকাছি রান ডিফেন্ড করতে নেমে অজি মেয়েদের কোনো উইকেট তুলে নিতে পারেনি বোলাররা। তাতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশ টানা চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল।
এদিন বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ডের ১৪৯ বলে ২০২ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
অজিদের হয়ে আজও সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক অ্যালিশা হিলি। ৭৭ বলে ২০ চারের মারে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১০৭ ম্যাচে ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার। অপরপ্রান্তে লিচফিল্ড ৭২ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কার মার ছিল।
অবশ্য বাংলাদেশ দলে আজ ছিলেন না দলের প্রধান বোলার নাহিদা আক্তার। এছাড়া মারুফা আক্তারও সুযোগ পাননি আজকের একাদশে। তাদের অনুপস্থিতিতে ফাহিমা, রিতু মনি, রাবেয়া, নিশিতিরা বল হাতে আলো ছড়াতে পারেননি। যে কারণে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৯ চারে মারে ইনিংসটি সাজান এই মিডল অর্ডার ব্যাটার। ৬ রানের জন্য বিশকাপের দ্বিতীয় ফিফটি মিস করেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। ৫৯ বলে ৮ চারের মারে ৪৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
এছাড়া শারমিন আক্তার সুপ্তা ৩৩ বলে ৩ চারের মারে ১৯ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৫ বল খেলে মাত্র ১২ করেই সাজঘরে ফেরেন। বাকিরা কেউই ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
অঅস্ট্রেলিয়ার পক্ষে৬ বোলারের মধ্যে ৪ জনই ২টি করে উইকেট নিয়েছেন। তারা হলেন অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারেহ্যাম। এছাড়া একটি উইকেট নেন মেগান শ্যুট।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৯৮/৯ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া : ২০২/০ (২৪.৫ ওভার)
ফলাফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/বিটি
