Connect with us
ক্রিকেট

নর্দান স্ট্রাইকের বিপক্ষে দারুণ জয়ে টুর্নামেন্টে টিকে রইল বাংলাদেশ

Bangladesh stay alive in the tournament with a brilliant win over Northern Strike
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় জয় পেয়েছে সোহানরা। ছবি- সংগৃহীত

পাকিস্তান শাহীনসের বিপক্ষে হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ায় নুরুল হাসান সোহানের দল। কিন্তু তৃতীয় ম্যাচে ফের হারের মুখ দেখে তারা। এবার চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল।

দুই হারের পর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নিজেদের চতুর্থ ম্যাচে নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে স্বাগতিকদের ২২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে নুরুল হাসান সোহানের দল।

ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটরি স্ট্রাইক।



নর্দানকে লক্ষ্য ছোঁয়ার আগেই আটকে দেওয়ার পেছনে বল হাতে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও তুফায়েল আহমেদরা। হাসান ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। রাকিবুল এবং তুফায়েলও ২টি করে উইকেট তুলে নেন। রাকিবুল ৪ ওভারে খরচ করে ২২ রান এবং তুফায়েল খরচ করেন ২৬ রান। এছাড়া একটি উইকেট নেন রিপন মন্ডল।

নর্দানের পক্ষে ৪১ বলে ৪৮ রান করেন জরডান সিল্ক। ৪৩ রান আসে কনর ক্যারলের ব্যাট থেকে। এছাড়া টম অ্যান্ড্রিউস ১৮ এবং অধিনায়ক ম্যাকমোহন ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আফিফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন সোহান। এছাড়া জিসান আলম ৩০, নাঈম শেখ ২৫ এবং ইয়াসির আলী রাব্বি ২২ রান করেন। নর্দান টেরিটরির পক্ষে একটি করে উইকেট নেন ম্যাট হ্যামন্ড ও ডি’আর্কি শর্ট।

এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট লাল-সবুজদের। ১১ দলের এই টুর্নামেন্টে সেরা চারের মধ্যে থাকলেই সেমিতে উঠবে বাংলাদেশ। টুর্নামেন্টে আর দুটি ম্যাচ বাকি সোহানদের।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ‘এ’: ১৭২/৪ (২০ ওভার)

নর্দান টেরিটরি স্ট্রাইক: ১৫০/৭ (২০ ওভার)

ফলাফল: বাংলাদেশ ‘এ’ দল ২২ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট