Connect with us
ফুটবল

ভুটানের বিপক্ষে দারুণ জয়ে সাফ শুরু বাংলাদেশের

Bangladesh starts SAFF Championship with a big win over Bhutan
ভুটানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সাফ

ভুটানের থিম্পুতে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দারুণ এক জয়ে সাফ শুরু করেছে লাল-সবুজের দল।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটান অনূর্ধ্ব-১৭ নারী দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার। আরেকটি গোল করেন সৌরভি আকন্দ প্রীতি।

এদিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে দুই দলের মধ্যে। শুরুর পাঁচ মিনিটেই দুইবার আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষক দুবারই শট আটকে দেন। এরপর আরো বেশকিছু সুযোগ পেলেও, প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়াতে পারেনি আলপি-অর্পিতারা।



ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এসে লিড নেয় লাল-সবুজের দল। আরিফা আক্তারের লং পাস থেকে হেডে বল জালে জড়ান সৌরভি আকন্দ প্রীতি। এরপর ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় অর্পিতা বিশ্বাসের দল।

দ্বিতীয়ার্ধ শুরু ৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোরালো শটে দুর্দান্ত এক গোল করে দলের ব্যবধান বাড়ান আলপি আক্তার। তবে ৬২তম মিনিটে ব্যবধান কমায় ভুটান।

তবে এক গোল হজমের পর ২-১ স্কোরলাইন বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট তিনেক পরেই আবারো ভুটানের জালে বল জড়াম আলপি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভুটান। আলপির জোড়া গোলের ভর করেই শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমানের শিষ্যরা।

আগামী শুক্রবার (২২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল