শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দাপুটে জয়ে ওয়ানডে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আজ রোববার (৭ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কান জুনিয়রদের ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা।
রানতাড়ায় নেমে দলীয় ৯ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রাথমিক বিপত্তি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই আরো দুটি উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৩১ রানে তৃতীয় ও ৪৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। ৭৫ রানের মাথায় আরেকটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় লঙ্কানরা।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাচের হাল ধরে শ্রীলঙ্কা। এই জুটিতে ৮৬ রান যোগ করে তারা। সানুল বিরারত্নেকে ৩৪ রান ফিরিয়ে এই জুটি ভাঙেন আকাশ রায়। তবে জয়ের জন্য এই জুটি যথেষ্ট ছিল না। শেষদিকে আরেকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯৩ রানেই থামে লঙ্কান ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি তুলে নেন অদ্রিত ঘোষ। ১৩৭ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ৮ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। ৬২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন আকাশ রায়। এছাড়া মোহাম্মদ নাঈম ৪২ বলে ৩২ এবং সৌরভ কর্মকার শেষদিকে ২০ বলে ৩২ রানের ঝোড়ো ক্যামিও খেলেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ ডিসেম্বর। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ : ২৭১/৬ (৫০ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ : ১৯৩/৭ (৫০ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৭৮ রানে জয়ী
ম্যাচসেরা : অদ্রিত ঘোষ
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/বিটি