Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Bangladesh U19 start series with a huge win over South Africa U19
প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- এসএ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুর্দান্ত এক জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশের যুবারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনির উইলোমোর পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রান করে অলআউট হয়ে প্রোটিয়া যুবারা।

এদিন বোলিংয়ে নেমে ৬ রানেই দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর ড্যানিয়েল বোসম্যানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন প্রোটিয়া অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়া। তবে চতুর্থ উইকেট জুটিতে ৩৬ রান যোগ করার পর চতুর্থ আঘাত হানে বাংলাদেশ। ১৭ রান করে ফিরে যান বোসম্যান।

আরও পড়ুন:

» বড় দুঃসংবাদ পেলেন বাংলাদেশের তারকা ফুটবলার

» পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

এরপর একপ্রান্ত আগলে খেলতে থাকেন বুলবুলিয়া। তবে অপরপ্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকেন প্রোটিয়া ব্যাটাররা। তবে অন্যান্য ব্যাটাররা আসা-যাওয়ার মধ্যে থাকলেও অন্য প্রান্তে ফিফটি তুলে নেন বুলবুলিয়া। ফিফটি করেও লড়ে যান শেষ পর্যন্ত। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। দলীয় ১৫৫ রানের মাথায় বুলবুলিয়াকে ফিরিয়ে প্রোটিয়া ইনিংসের সমাপ্তি ঘটায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলাম। এছাড়া একটি করে উইকেট নেন আজিজুল হাকিম, রিজান হোসেন ও দেবাশীষ সরকার।

এর আগে ব্যাটিংয়ে নেমে জাওয়াদ আবরারের ৭০, রিজান হোসেনের ৬৩, মোহাম্মদ আব্দুল্লাহর ৬৩, আজিজুলের ২৬ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ২৮৫ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন জেজে বেসন। এছাড়া একটি করে উইকেট নেন জ্যাসন রাউলস ও ব্যান্ডিল এমবাথা।

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট