
আগামী কয়েক মাস ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আর পাকিস্তান সফর শেষে দেশে ফিরে শ্রীলঙ্কা সফর করবে লাল সবুজের প্রতিনিধিরা।
লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সোমবার (৫ মে) আসন্ন এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আগামী ১৭ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২৫ জুন মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
আরও পড়ুন:
» আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়?
» বাংলাদেশ বনাম ভারত : একনজরে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি
টেস্ট সিরিজ শেষে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ১ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ৫ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর দুইদিন বিরতি দিয়ে ৮ জুলাই মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে একদিনের বিরতি দিয়েই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৮ জুলাই পাল্লেকেলেতেই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ডাম্বুলাতে যাবে দুইদল। ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে।
একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সময়সূচি :
টেস্ট
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৭ জুন | প্রথম টেস্ট | গল |
২৫ জুন | দ্বিতীয় টেস্ট | কলম্বো |
ওয়ানডে
২ জুলাই | প্রথম ওয়ানডে | কলম্বো |
৫ জুলাই | দ্বিতীয় ওয়ানডে | কলম্বো |
৮ জুলাই | তৃতীয় ওয়ানডে | পাল্লেকেলে |
টি-টোয়েন্টি
১০ জুলাই | প্রথম টি-টোয়েন্টি | পাল্লেকেলে |
১৩ জুলাই | দ্বিতীয় টি-টোয়েন্টি | ডাম্বুলা |
১৬ জুলাই | তৃতীয় টি-টোয়েন্টি | কলম্বো |
প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল টাইগাররা। আসন্ন এই সিরিজে অংশ নিতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/বিটি
