
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা। যেখানে ২-১ ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেছে টাইগাররা। এবার চারদিনের টেস্ট ম্যাচের সিরিজ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল।
গতকাল সোমবার আসন্ন এই দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাহাদাত হোসেন দিপুকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
আজ থেকেই শুরু হচ্ছে দুই ম্যাচের এই সিরিজ। যেখানে মঙ্গলবার (২০ মে) চট্টগ্রামে সকাল সাড়ে ৯টায় প্রথম চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন:
» আমিরাতের কাছে হারের কারণ জানিয়ে যা বললেন লিটন
» নাটকীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আমিরাত
এর আগে ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার রাকিবুল হাসান ও উইকেটকিপার ব্যাটার ওয়াসি সিদ্দিকী। আর দীর্ঘদিন ‘এ’ দল ও ইমার্জিং পর্যায়ে ধারাবাহিক পারফর্ম করা দিপুর কাধেই দলের দায়িত্ব দিতে আশ্বস্ত হয়েছে বোর্ড।
এছাড়াও দলে জায়গা পেয়েছেন ধারাবাহিক পারফর্ম করা মারুফ মৃধা ও রিপন মন্ডল। ঘরোয়া ক্রিকেটে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তারা। ব্যাটিং ইউনিটে আছেন আইচ মোল্লা, আশিকুর রহমান শিবলি ও ইফতেখার ইফতির মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটার।
চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড :
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নাঈম আহমেদ, মারুফ মৃধা ও মেহেদী হাসান।
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/এফএএস
