Connect with us
ফুটবল

হংকং ম্যাচের আগে বাংলাদেশের স্কোয়াডে দুশ্চিন্তা

Bangladesh football team practice
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ছবি- বাফুফে

চলতি মাসে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার জন্য ইতোমধ্যে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে। পরবর্তীতে আরো দুই সদস্য যোগ করা হয় লাল-সবুজের এই দলে। সেখান থেকে আজ অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যান ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

হংকং ম্যাচের স্কোয়াড থেকে ইব্রাহিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের সময়ে হাটুতে চোট পান এই ফুটবলার। জানা যায় রিকভারি করে ইব্রাহিমের মাঠে ফিরতে প্রয়োজন হবে অন্তত দুই থেকে চার সপ্তাহ। এদিকে আরো কিছু ফুটবলারের ফিটনেস নিয়ে রয়েছে চিন্তা। যেখানে আগামী সপ্তাহে ঢাকায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ইতোমধ্যে আজ বাংলাদেশের স্কোয়াড ছেড়ে চলে গেছেন ইব্রাহিম। গত দুই দিন যাবত হংকং ম্যাচের জন্য অনুশীলন করছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে দলের সবাইকে একসঙ্গে পাচ্ছেন না কাবরেরা। প্রথম দিন মোহামেডানের ৬ ফুটবলার যোগ দেননি অনুশীলনে। তাদের মধ্যে তারিক কাজী, তপু বর্মণ, আল আমিন ও সুমন রেজা ফিট না থাকায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।



মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কোচিং স্টাফ। তবে হংকং ম্যাচের এক সপ্তাহ আগেও দলের এমন অবস্থায় কিছুটা চিন্তায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের জন্য জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ডিফেন্ডার জাহিদ শান্ত ও গোলরক্ষক পাপ্পু হোসেনকে যোগ করেন।

বর্তমানে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন ২৯ জন ফুটবলার। তবে এখনো সকল খেলোয়াড়কে একসঙ্গে পাননি কাবরেরা। এদিকে দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোম ফিরবেন আরও কিছুদিন পর। বিদেশি লিগ থেকে হামজার দেশে ফেরার কথা ৬ অক্টোবর এবং সামিতের আসার কথা ৭ অক্টোবর। এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকতে হংকং ম্যাচ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল