Connect with us
ফুটবল

নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশের ফুটবল দল। ছবি- সংগৃহীত

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৬ ও ৮ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

এই দলে ফিরেছেন স্ট্রাইকার পাপন সিং। তিনি শেষবার বাংলাদেশের জার্সি গায়ে নামেন গত বছরের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রায় ১০ মাস পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।

দলে তিন গোলরক্ষক আছেন- মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, তাজ উদ্দিন ও মোহাম্মদ ইসা ফয়সাল। মাঝমাঠে নেতৃত্ব দেবেন জামাল ভূঁইয়া। তার সঙ্গে থাকবেন সোহেল রানা (দুজন), সৈয়দ কাজেম শাহ কিরমানি ও মোহাম্মদ হৃদয়। আক্রমণভাগে পাপনের সঙ্গী হবেন রাকিব হোসেন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।



তবে দলে নেই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও তরুণ তারকা শমিত সোম। শমিত সিঙ্গাপুরের বিপক্ষে জুনে অভিষেক ম্যাচে নজর কাড়লেও এবার দলে সুযোগ পাননি।

অন্যদিকে, চোটের কারণে লেস্টার সিটি হামজাকে ছাড়েনি বলে তিনি নেপাল সিরিজে খেলতে পারবেন না।

বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে চার দলের গ্রুপে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। ভারতেরও সমান ১ পয়েন্ট থাকলেও গোল গড়ের কারণে তারা চারে। গ্রুপে শীর্ষে আছে সিঙ্গাপুর ও হংকং (৪ পয়েন্ট করে)। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে বাংলাদেশের দল

মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ পাপ্পু হোসেন, রহমত মিয়া, মোহাম্মদ ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ আবদুল্লাহ ওমর, সৈয়দ কাজেম শাহ কিরমানি, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, পাপন সিং, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল