
জিম্বাবুয়ের চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (১ জুলাই) জিম্বাবুয়ের যুবাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের তৃতীয় জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। এতে ফাইনাল নিশ্চিত হয়েছে আজিজুল হাকিমদের।
ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জিম্বাবুয়ের। তবে ম্যাচটি হেরে যাওয়ায় দুই বাকি থাকতেই ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে স্বাগতিকরা। বাকি দুই ম্যাচে জয় পেলেও ফাইনালের টিকিট পাবে না তারা।
এদিকে বাংলাদেশের সমান ৩ জয় নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার যুবারাও। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। আগামী আগস্ট মাঠে গড়াবে ফাইনাল। হারাতে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি।
তবে ফাইনালের আগে গ্রুপ পর্বে দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে আরো একটি করে ম্যাচ খেলবে আজিজুলরা। আগামী ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে টাইগার যুবারা।

দারুণ ছন্দে আছে বাংলাদেশের যুবারা। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট
এর আগে দুইবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে দুটি ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৯১ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট জয় তুলে নেয় টাইগার যুবারা। তবে প্রোটিয়া যুবাদের বিপক্ষে প্রথম দেখায় ১ উইকেটের কষ্টার্জিত জয় পেলেও, দ্বিতীয় দেখায় ৫ উইকেটে হেরে যায় আজিজুলরা।
ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশের যুবারা। সদ্য সমাপ্ত এই সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। চলমান এই সিরিজে এখন পর্যন্ত সমানতালেই লড়েছে এই দুই দল। তাই ফাইনালে অপেক্ষা করছে এক হাড্ডাহাড্ডি লড়াই।
ক্রিফোস্পোর্টস/১আগস্ট২৫/বিটি
