
গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজিত হয়ে বাংলাদেশ। ২‐১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের খবর ছড়িয়েছে গোটা বিশ্বে। আইসিসির সহযোগী দেশের কাছে এমন ভরাডুবি লজ্জায় ফেলেছে টাইগারদের। আর সেখান থেকে জন্ম নিয়েছে বিব্রতকর দুই বিশ্বরেকর্ড।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দারুণভাবে জিতেছিল বাংলাদেশ। তবে এরপর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় আরব আমিরাত। গতকাল শারজাহতে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে রীতিমতো আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে আমিরাত।
এর আগে গেল বছর একই দিনে অর্থাৎ ২১ মে যুক্তরাষ্ট্রের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। মজার বিষয়, সেই সিরিজেও টাইগাররা পরাজিত হয়েছিল ২-১ ব্যবধানে। আইসিসির সহযোগী দেশগুলোর কাছে পরাজয়ের হিসেবে লজ্জাজনক বিশ্ব রেকর্ডটি করেছে বাংলাদেশ দল।
আরও পড়ুন:
» ইতিহাস গড়ে আবেগাপ্লুত, যা বললেন আমিরাত অধিনায়ক
» ইতিহাস গড়ে আবেগাপ্লুত, যা বললেন আমিরাত অধিনায়ক
কেননা প্রথম সারির টেস্ট খেলুড়ে দল অথবা টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দল গুলোর মধ্যে বাংলাদেশের মতো এত বেশিবার সহযোগী দেশের কাছে পরাজয়ের রেকর্ড নেই আর কারো। অফিসিয়াল ম্যাচ হিসাব করলে সহযোগী দেশের কাছে গতকাল ছিল বাংলাদেশের দশম পরাজয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা আর কোন দল চারবারের বেশি পরাজিত হয়নি।
সহযোগী দেশের কাছে সর্বোচ্চ টি-টোয়েন্টি হার
(টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দল বিবেচনায়)
বাংলাদেশ – ১০
ওয়েস্ট ইন্ডিজ – ৪
ইংল্যান্ড – ৩
পাকিস্তান – ২
দক্ষিণ আফ্রিকা – ২
দ্বিতীয় বিশ্বরেকর্ডটি হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা গুলোর মধ্যে জিম্বাবুয়ের পর সবচেয়ে বেশি তিনবার সহযোগী দেশের বিপক্ষে সিরিজ পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়ে হেরেছে সর্বোচ্চ ছয় বার। আইসিসি সহযোগী দেশের বিপক্ষে আর কোনো দেশের একাধিকবার সিরিজ হারের রেকর্ড নেই।
ক্রিফোস্পোর্টস/২২মে২৫/এফএএস
