Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে চোখ বাংলাদেশের

Bangladesh set their sights on the Under-17 Asian Cup in Saudi Arabia.
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় বাংলাদেশ। ছবি- বাফুফে

এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল। হামজা চৌধুরী-শেখ মোরসালিনরা ব্যর্থ হলেও টুর্নামেন্টের মূল পর্বে খেলতে চায় অনূর্ধ্ব-১৭ দল। চীনে বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ সালে সৌদে আরবের মাটিতে মূল পর্বে খেলতে চান নাজমুল হুদা ফয়সালরা।

মূল পর্বের টিকিট নিশ্চিত করতে চীনে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। বাছাইপর্বে চীনের সঙ্গে ‘এ’ গ্রুপের পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাকি প্রতিপক্ষ দলগুলো বাহরাইন, ব্রুনাই, তিমুরলেস্তে ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলেই মূল পর্বের টিকিট পাবে লাল-সবুজের দল।

চীন ও বাহরাইনের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়াটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। তবুও আশাবাদী অনূর্ধ্ব-১৭ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার বিশ্বাস, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ালিফাই করবে বাংলাদেশ। একইসঙ্গে অধিনায়ক ফয়সালও মূল পর্বে খেলার আশা ব্যক্ত করেছেন।



বাছাইপর্ব খেলতে আগামী বুধবার (১৮ নভেম্বর) চীনের উদ্দেশ্য উড়াল দেবে বাংলাদেশ। তার আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন দলের কোচ ও অধিনায়ক। এ সময় ছোটন বলেন, ‘এবার আমাদের দলের প্রস্তুতি অনেক ভালো। এই দলের বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের ফুটবলাররা সাফ অঅনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলেছে। চীনে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলেছে তারা। এই দল নিয়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করতে চাই।’

চীনে বাছাইপর্ব খেলতে প্রস্তুত ফয়সালরা। চীনে ভালো খেলে মূল পর্বে উঠতে চান তারা। ফয়সাল বলেন, ‘চীনে ভালো খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠতে চাই আমরা। এজন্য আমরা প্রস্তুত আছি।’

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বাছাইপর্বের লড়াই। এএফসির নির্দেশনা অনুযায়ী ২০ নভেম্বরের মধ্যেই সেখানে উপস্থিত থাকতে হবে বাংলাদেশকেম তবে চীনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দু’দিন আগেই চীনের উদ্দেশ্য দেশ ছাড়বে ছোটনের শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল