Connect with us
ক্রিকেট

সিরিজ হারের রাতে একাধিক বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি- বিসিবি

এমন ম্যাচ হয়তো ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল। কেননা ১৯১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও জিততে পারেনি টাইগাররা। গুটিয়ে গেছে মাত্র ১০৯ রান সংগ্রহ করেই। এতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারালো মেহেদী হাসান মিরাজের দল। আর পরাজয়ের রাতে একাধিক বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে ইতিহাসে ২১ ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে এর আগে কখনো এত কম রান এক ইনিংসে সংগ্রহ করে নিয়ে বাংলাদেশ দল। অর্থাৎ আফগানদের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ১০৯ রান করার বিব্রতকর রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন ১১৯ রান সংগ্রহ করেছিল টাইগাররা।

শুধু তাই নয় আবুধাবির ইতিহাসে সর্বনিম্ন রান তাড়া করেও জিততে না পারার লজ্জাজনক রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার দেয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। এতদিন সেটাই ছিল এই মাঠের সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড। এবার পাকিস্তানকে সেই লজ্জার হাত থেকে মুক্ত করে এই মাঠে ১৯১ রান তাড়া করতে না পারার বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ।



গতকাল আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে মাত্র ১৯০ রানে গুটিয়ে দিয়েছিল আফগানিস্তানের ইনিংস। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বারবার বড় শট হাঁকাতে গিয়ে উইকেট হারিয়েছে টাইগার ব্যাটাররা। এতে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করে ধ্বস নামান রশিদ খান।

ম্যাচ শেষে ব্যাটারদের দায়িত্বহীন পারফরম্যান্সে নিজের বিরক্তি প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি মনে করিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটে টিকে থাকতে হলে রান করতে পারার বিকল্প নেই। এবার এই আফগান সিরিজে হোয়াইটওয়াশ ঠেকাতে আগামী মঙ্গলবার ফের একই মাঠে খেলতে নামবে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট