
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের আগামী আসরকে সামনে থেকে আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বাছাইপর্বের খেলা। প্রথমবারের মতো টুর্নামেন্টটির মূল পর্বে জায়গা করে নিতে আগামীকাল থেকে বাছাইপর্ব মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
২০২৬ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে সি-গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভিয়েতনামে।
আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েত ত্রি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এরপর একই ভেন্যুতে ৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে নিজেরদের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের দল।
এর আগে বাংলাদেশ কখনো অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলেনি। প্রথমবারের মতো টুর্নামেন্টটির মূল পর্বে খেলার লক্ষ্যে শক্তিশালী দল গঠন করেছেন কোচ সাইফুল বারী টিটু। দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন। দলে আরো আছেন মেহেদি হাসান শ্রাবণ, মিরাজুল ইসলাম ও আল-আমিনের মতো ফুটবলাররা। এ ছাড়া প্রবাসি ফুটবলারদের মধ্যে আছেন কিউবা মিচেল, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদরা।
বাছাইপর্বের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল—
মেহেদি হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, মো. আসিফ, জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা, মো. সাব্বির হোসেন, রিমন হোসেন, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী, মজিবর রহমান জনি, শেখ মোরছালিন, ফাহমিদ সালিক, সাজেদ হাসান জুম্মন নিজুম, মহসীন আহমেদ, কিউবা মিচেল, ফাহামিদুল ইসলাম, আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন।
উল্লেখ্য, এবারের বাছাই পর্বে এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চারটি রানার্সআপ দল জায়গা পাবে মূল পর্বে। বাছাইয়ের ১৫ দল ও স্বাগতিক সৌদি আরবসহ ১৬ দল নিয়ে আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি
