আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আইরিশদের কাছে হারের রাতে নতুন লজ্জাজনক এক রেকর্ড গড়েছে টাইগাররা। যেখানে নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটার ইতিহাসে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বনিম্ন রান সংগ্রহের বিব্রতকর কীর্তি করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র ২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর মাঝেই নিজেদের ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। ছয় ওভারের পাওয়ার প্লেতে এটি বাংলাদেশের আজ পর্যন্ত দ্বিতীয় সর্বনিম্ন রান।
২০২৩ সালে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেতে ২১ রান সংগ্রহ ছিল এতদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান। যেটিকে টপকে নতুন কীর্তি করেছে টাইগাররা। এছাড়া এই তালিকায় এখন পর্যন্ত লাল সবুজের প্রতিনিধিদের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর হচ্ছে ১৬ রান। যা ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিল বাংলাদেশ।
আজকের ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র ২০ রান সংগ্রহ করলেও প্রথম ইনিংসে ব্যাট করে এক উইকেট খরচায় পাওয়ার প্লেতে ৪৮ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। তবে জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকে উইকেট হারাতে শুরু করে টাইগাররা। মাত্র ৫ রান তুলতেই পতন হয় বাংলাদেশের তৃতীয় উইকেটের।
উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট খরচায় ১৮১ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ৮৩ রানের সুবাদে কমেছে হারের ব্যবধান। বাংলাদেশ শেষ পর্যন্ত করেছে ১৪২ রান।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/এফএএস