Connect with us
ফুটবল

নেপালকে হারিয়ে সাফের তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ

Bangladesh secured their third win in the SAFF by defeating Nepal.
নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- বাফুফে

চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আরেকটি জয় তুলে নিল বাংলাদেশ। এবার নেপালকে উড়িয়ে দিলো অর্পিতা-সৌরভীরা। এবারের আসরে দলটির বিপক্ষে দুই দেখাতেই জয় পেল লাল-সবুজের দল। 

আজ বুধবার (২৭ আগস্ট) সাফে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক করেন সৌরভী আকন্দ প্রীতি। এছাড়া একটি গোল করেন থুইনুই মারমা।

এদিন থিম্পুর চাংলিমিথানং স্টেডিয়ামে ম্যাচের বেশিরভাগ সময় জুড়েই আধিপত্য ধরে রেখে খেলেন বাংলাদেশের মেয়েরা। যদিও নেপালের জালে প্রথম আঘাত হানতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে সৌরভীদের। ম্যাচের ৩৯তম মিনিটে থুইনুই মারমার গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল।



প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণ করতে বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষদিকে ৪৫তম মিনিটে নেপালের জালে দ্বিতীয় আঘাত হানে দলটি। এতে প্রথম গোলের দেখা পেয়ে যান সৌরভী। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল হজম করে বাংলাদেশ। এতে ব্যবধান কমে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা।

এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও দুই গোল করে বাংলাদেশ। দুটো গোলই আসে প্রীতির পা থেকে। এতে হ্যাটট্রিকও পেয়ে যান এই ফরোয়ার্ড। ম্যাচের ৭১তম নেপালের জালে তৃতীয়বারের মতো আঘাত হানে বাংলাদেশ। এতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে গিয়ে ব্যবধান আরও বাড়ান প্রীতি। ম্যাচের ৮৬তম মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন ২০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অর্পিতা বিশ্বাসের দল।

এর আগে প্রথম দেখায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় ৪-১ গোলের জয় পেল অর্পিতা বিশ্বাসের দল। এ নিয়ে চলতি আসরে এটি বাংলাদেশের তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল