আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে চীনে বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তিমুর-লেস্তে বা পূর্ব তিমুরের বিপক্ষে বড় এক জয়ে বাছাইপর্ব শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
আজ সোমবার (২৪ নভেম্বর) বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। রিফাত কাজী ও অপু রহমানের জোড়া গোলে ব্রুনেইকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে লাল-সবুজ বাহিনী।
চীনের ইয়োংচুয়ান স্পোর্টস সেন্টারে ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অপু। এরপর ১০ মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান রিফাত। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৩৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
তিনি গোলের লিড নেওয়ার এক মিনিট পরেই ফের লিড বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৩৭ মিনিটে মোহাম্মদ মানিকের দারুণ এক গোলে আরও লিড বাড়ায় বাংলাদেশ। চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেই ৪৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। এরপর ৭৩তম মিনিটেও রিফাতও নিজের দ্বিতীয় গোলটি করেন। পরের ৬ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে আলিফ ও ৭৯ মিনিটে বায়েজিত বোস্তামির গোলে ৮-০ গোলের লিড নেয় তারা। শেষ পর্যন্ত ৮-০ গোলের বিশাল জয়েই পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপে আরও তিনটি ম্যাচ বাকি বাংলাদেশের। আগামী ২৬ নভেম্বর শ্রীলঙ্কা, ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনের মুখোমুখি হবে লাল-সবুজদের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি