যুব এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। চলতি আসরের ‘বি’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল। তবে অপেক্ষা ছিল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের। এই ম্যাচে শ্রীলঙ্কার যুবাদের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আফগানরা। একইসঙ্গে প্রথম দুই ম্যাচ হারা নেপালও বিদায় নিয়েছে। তাতে বাংলাদেশকে সঙ্গে দিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে লঙ্কানরা।
এদিন দুবাইয়ের একাডেমি মাঠে আফগানিস্তান যুবাদের ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রান গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান যুবারা।
দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা। তাদের নেট রানরেট +১.৮৪৮। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। তাদের নেট রানরেট +১.৫৫৮। নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলে বাংলাদেশের চেয়ে উপরে অবস্থানব করছে শ্রীলঙ্কা।
গ্রুপে পর্বের শেষ বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে যারা জয় পাবে তারা গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল উঠবে। আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/বিটি
