Connect with us
ফুটবল

তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোল দিল বাংলাদেশ

Team bangladesh football

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে আজ তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোরলাইন ৭-০।

ম্যাচের ৩য় মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর ৬ ও ১৩ মিনিটে দুইটি গোল করে জোড়া গোলের স্বাদ নেন শামসুন্নাহার। গোলের ধারা বজায় রেখে ১৬ থেকে ২০ মিনিটের মধ্যেই আরও তিনটি গোল পায় বাংলাদেশ—১৬ মিনিটে মনিকা চাকমা, ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা এবং ২০ মিনিটে তহুরা খাতুন স্কোরলাইন বাড়ান।

প্রথমার্ধের শেষভাগে খানিকটা সামলে উঠলেও বিরতির তিন মিনিট আগে আবারও গোল হজম করে তুর্কমেনিস্তান। ৪২তম মিনিটে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে ৭-০ ব্যবধান নিশ্চিত করে ড্রেসিংরুমে ফেরে লাল-সবুজরা।


আরও পড়ুন

» কোয়ার্টারে হেরেও যেভাবে জিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা

» আজও হাসেনি শান্তর ব্যাট, ফিফটি করে ফিরলেন ইমন


উল্লেখ্য, এবারের বাছাই পর্বে বাংলাদেশের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ, যেখানে প্রথমার্ধেই এসেছিল ৫টি গোল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে তারা। ফলে আজকের ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বসহকারে নিয়েছে দল। গত দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামে বাংলাদেশ।

তুর্কমেনিস্তানের জন্য এদিনও সময়টা ভালো যাচ্ছে না। তারা প্রথম ম্যাচেই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল।

ক্রিফোস্পোর্টস/০৫জুন২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল