Connect with us
ক্রিকেট

১৫৪ রানের সংগ্রহ পেল বাংলাদেশ, ঠেকাতে পারবে আফগানদের?

Bangladesh; Tanzid Tamim and Saif Hasan
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং। ছবি- ক্রিকইনফো

 এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে তানজিদ হাসান তামিমের ফিফটি ও বাকি ব্যাটারদের দৃঢ় মানসিকতায় শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে টাইগাররা। সুপার ফোরের সুযোগ বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনও বিকল্প নেই লিটনদের সামনে।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে জ্বলে ওঠেন দুই ওপেনার। পাওয়ার প্লেতেই ৫৭ রান তোলা টাইগাররা প্রত্যাশা জাগায় বড় সংগ্রহের। তবে শেষ দিকে মিডল অর্ডার ব্যাটাররা আশানুরূপ ব্যাটিং করতে না পারলে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

তানজিদ হাসান তামিম এদিন খেলেছেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। যেখানে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা ও ৪ চার। আরেক ওপেনার সাইফ হাসান উইকেটে টিকে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি। খেলেছেন ২৮ বলে ৩০ রান। আর অধিনায়ক লিটন ফিরে গেছেন ৯ রান করে।



তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২০ বলে ২৬ রান। শামীম পাটোয়ারী ও জাকের আলী করতে পারেননি বলার মতো কিছু। শেষ দিকে ক্যামিও খেলার চেষ্টা করেন দলে ফেরা নুরুল হাসান সোহান। করেন ৬ বলে ১২ রান। শেষ দিকে রানের গতি না বাড়লে বাংলাদেশ পায়নি আশানুরূপ সংগ্রহ। যেখানে টস জিতে লিটন বলেছিলেন, এই উইকেটে ১৬০ রান হতে পারে ভালো ইনিংস। 

উল্লেখ্য, সুপার ফোরে যেতে আজকের ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে টাইগারদের। এই ম্যাচ জয়ের পাশাপাশি টাইগারদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী আফগান-লঙ্কান ম্যাচের দিকে। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে লিটনরা। 

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট