
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দুই ওয়ানডেতে টানা জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগার যুবার। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমে বিশাল পুঁজি পেয়েছে সফরকারী দলটি।
আজ (মঙ্গলবার) বেনোনির উইলোমোর পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল পুঁজি গড়েছে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন রিফাত বেগ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া এই ওপেনার আজ খেলেছেন ৮৬ রানের ইনিংস। ১০৭ বলে ৭ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ওপেনার। সেঞ্চুরির দারুণ সুযোগ ছিল প্রথম দুই ম্যাচ খেলতে না পারা কালাম সিদ্দিকি আলিনের সামনেও। ৭৮ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে গেছেন তিন। ১২ চার প ১ ছক্কার মারে ইনিংসটি সাজান এই তরুণ।
আরও পড়ুন:
» দুঃসময়ে দেশবাসীকে জয় উপহার দিতে পারবেন লিটনরা?
» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও থাকবে বিষণ্ণ, বাজবে না কোনো মিউজিক!
ব্যাট হাতে আজও দুর্দান্ত খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। ৫৮ বলে ৬৮ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ৬ চার ও ৫ ছক্কার মারে ইনিংসটি সাজান এই মারকুটে ওপেনার। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৯ বলে ২৯, মোহাম্মদ আবদুল্লাহ ১৩ এবং শাহরিয়ার আল-আমিন ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন এনতান্দো সনি। এছাড়া একটি করে উইকেটে নেন বেসন, বুয়ান্দা মাজোলো ও এনাথি কিতশিনি।
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি
