এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে আজ (রোববার) পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয়েছে ইরফান খান নিয়াজির দল।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন টস জিতে পাকিস্তান ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আকবর আলী। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দলীয় ২ রানের মধ্যেই দুটি উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই রানআউটের শিকার হয়ে ডাক মেরে ফেরেন ইয়াসির খান।
এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ ফাইকও। ২ বল খেলে মেহরব হাসানকে উইকেট দিয়ে ফেরেন তিনি। রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটারও। দলীয় ২৫ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। রাকিবুল হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন গাজী ঘৌরি (৯)।
পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা। তবে সপ্তম ওভারে ৪৯ রানের মাথায় পতন ঘটে চতুর্থ উইকেটের। জিসান আলমের বলে বোল্ড হয়ে ফেরেন সেট ওপেনার মাজ সাদাকাত। তার ব্যাটে আসে ১৮ বলে ২৩ রান। দলীয় ৭৫ রানের মধ্যে পাকিস্তানের আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৬৪ রানে আরাফাত মিনহাস (২৫) এবং ৭৫ রানের মাথায় ফেরেন ইরফান খান নিয়াজি (৯)।
৬ষ্ঠ উইকেট হারানোর পর সাদ মাসুদের ব্যাটে কিছুটা রানের দেখা পায় পাকিস্তান। তার মারকুটে ব্যাটিংয়ে শতরান পেরোয় পাকিস্তান। তবে ইনিংসের ১৯তম ওভারে এসে রিপন মন্ডল তিনটি উইকেট তুলে নেন। যার মধ্যে ছিল মাসুদের উইকেটও। রিপনের বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেন এই ব্যাটার।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন রিপন মন্ডল। সমান ওভারে মাত্র ১৬ রান খরচায় ২টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান। এছাড়া একটি করে উইকেট নেন মেহরব হাসান, জিসান আলম ও আব্দুল গাফফার সাকলাইন।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/বিটি