Connect with us
ফুটবল

ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এগিয়েই থাকলো বাংলাদেশ

bangladesh football team hamza
হামজা চৌধুরী ও শমিত সোম। ছবি- সংগৃহীত

হামজা–জামালরা যখন থেকে লাল-সবুজের পতাকা নিজের করে নিয়েছে তখন থেকেই উড়ছে বাংলাদেশ ফুটবল। হারিয়ে ফেলা জৌলুশ ফিরেছে, ফুটবলমুখী হয়েছেন ক্রীড়া প্রেমীরা। দেশের ফুটবলে সুদিন ফেরার সঙ্গে সঙ্গে বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়েও কয়েক দফায় এগিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গত নভেম্বরে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে আসে বাংলাদেশ। ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়েও হামজা–জামালদের অবস্থানে পরিবর্তন হয়নি।

সোমবার (২২ ডিসেম্বর) ফিফার প্রকাশ করা সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮০তম স্থানেই রয়েছে।



হালনাগাদ করা তালিকায় স্পেন আছে এক নম্বরে, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে।

FIFA BFF

নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচের ফল নভেম্বরের র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফা ও এএফসিকে জানালে ডিসেম্বরের র‍্যাঙ্কিংয়ে সেটি সমন্বয় করা হয়।

নেপালের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশের র‍্যাঙ্কিং অবস্থানে পরিবর্তন না এলেও রেটিং পয়েন্ট সামান্য কমেছে। নভেম্বরে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১১.১৯, ডিসেম্বরে তা নেমে এসেছে ৯১১.১০-এ। ১৭৯তম স্থানে থাকা কম্বোডিয়ার রেটিং পয়েন্ট ৯১১.৫৪।

অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের সঙ্গে ২ গোলে ড্র করায় নেপালের রেটিং পয়েন্ট সামান্য বেড়েছে। নভেম্বরে ৯০২.৪৪ পয়েন্ট থেকে ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৯০২.৫২। তবে এতে র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো উন্নতি হয়নি। কারণ ১৮১তম স্থানে থাকা বেলিজের রেটিং পয়েন্ট ৯১০.৭৪।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল