Connect with us
ক্রিকেট

এক বর্ষপঞ্জিকায় দুইশোর বেশি চার-ছক্কার রেকর্ড বাংলাদেশের

Bangladesh T-20 team
চার-ছক্কার রেকর্ড বাংলাদেশের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টি–টোয়েন্টিতে গত কয়েক বছর ধরে আগ্রাসী ব্যাটিংয়ের দিকে মনোনিবেশ করেছে। সেই পরিবর্তনের ছাপ দেখা গেল চলতি বছরেই। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিকায় দুইশোর বেশি ছক্কা যা এতদিন কেবল বড় দলের কাছেই দেখা যেত এবার সেই ক্লাবে ঢুকে গেল বাংলাদেশ। ২০২৫ হলে ২০৬টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ।

গতকাল ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এর আগের দুই ম্যাচে ১-১ সমতায় ছিল দুদল। তাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।সেই ম্যাচে দাপুটে জয়ের পাশাপাশি সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বছরের শেষ ম্যাচে দলটির ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০৬। গত বছরের আগের সেরা রেকর্ড ছিল ১২২, যা এবার প্রায় দ্বিগুণের মতো। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, সাইফ হাসান শীর্ষ এই চার ব্যাটারই অধিকাংশ ছক্কা মেরেছে।

সবচেয়ে আলোচনায় রয়েছে ওপেনার তানজিদ তামিম। ওপেনার হিসেবে ৪১টি ছক্কা মেরে এক বর্ষপঞ্জিকায় বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তিনি। তাঁর পরেই আছে ইমন, যার ব্যাট থেকে এসেছে ৩৪টি ছক্কা। সাইফ মেরেছেন ২৯টি এবং লিটন ২৩টি ছক্কা মেরেছেন। মিডল অর্ডারে জাকের আলীর ব্যাট থেকেও এসেছে ১৯টি ছক্কা। দুই অঙ্কে পৌঁছেছেন আরও একজন ব্যাটার -তাওহিদ হৃদয় (১৪)।



সব মিলিয়ে এ বছর বাংলাদেশের ১৮ জন ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়েছেন। দলের মোট রান ৪২২৯ (অতিরিক্ত বাদে), তার ২৯ শতাংশ এসেছে ছক্কা থেকে। শুধু ছক্কাই নয়, চারেও এসেছে উন্নতি এই বছরই এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ২৯৮টি চারের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

এদিকে চলতি বছরে ছক্কা মেরে শীর্ষে রয়েছে অস্ট্রিয়া (৩২৬)। এরপর পাকিস্তান (২৩৫)। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পরেই বাংলাদেশের অবস্থান।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দিয়ে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস ৫ টি সিরিজ জিতেছেন।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট