Connect with us
ক্রিকেট

ভেন্যু যেখানেই হোক বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত : সাইফউদ্দিন

BANGLADESH CRICKET TEAM
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে চিঠি দিয়ে  জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চিঠির পাশাপাশি আইসিসির সাথে সরাসরি আলোচনার কথা রয়েছে বিসিবির, তারপরই আসনবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি শেষপর্যন্ত বিসিবি অনড় থাকে, তাহলে শ্রীলঙ্কায় স্থানান্তর হতে পারে বাংলাদেশের ম্যাচগুলো।

ম্যাচের ভেন্যু যেখানেই হোক না কেন, দলের পারফরম্যান্সে তা কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘জানি না আসলে কী হবে, যেহেতু সব আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যেকোনো ভেন্যুতেই খেলতে সব সময় প্রস্তুত থাকি। বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার কন্ডিশনে আমরা টি-টোয়েন্টি সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি। আমাদের জন্য আরও অনেক বেশি খাপ খাইয়ে নেওয়াটা সুবিধা হবে আশা করি।’



বিশ্বকাপের ভেন্যু যেখানেই হোক বাংলাদেশ দল পারফরম্যান্স করতে প্রস্তুত উল্লেখ করে সাইফউদ্দিন বলেন, ‘তারপরও দেখা যাক আমরা যেকোনো কন্ডিশনে; সেটা ইন্ডিয়াই হোক বা শ্রীলঙ্কাই হোক আমরা সব সময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য। এটা যেখানে হোক।’

জাতীয় দলে নিয়মিত দেখা যায় না সাইফউদ্দিনকে, ছিলেন না সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে এই পেস অলরাউন্ডার বলেন, ‘জীবন তো, আসলে অনেক লড়াই করতে হয়। সেটা খেলোয়াড় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক। সবসময় চিন্তা করি, আগে হয়তো অনেক বেশি চিন্তা করতাম ক্রিকেট নিয়ে; আমার এই জায়গায় থাকতে হবে। আমার রোলটা ভালোভাবে প্লে করতে হবে। এখন আসলে সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছি।’

এখন আর কোনো কিছু নিয়ে ভাবনা নেই সাইফউদ্দিনের, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে দলে নিয়মিত হওয়াই এখন তার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘সব সময় চেষ্টা করি নিজেকে ফিট রাখা। যা হওয়ার হবে। মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাআল্লাহ গত চার-পাঁচ মাস চাচ্ছি যেরকম, সবকিছু হচ্ছে। চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলের নিয়মিত হওয়ার।’

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট