চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। টানা দুই জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল যুবা টাইগাররা। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলের শীর্ষে থেকেই সেমিতে উঠেছে আজিজুল হাকিম তামিমের দল।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ-১৯ দল। তাতে ৩ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন দুবাইয়ের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। জাওয়াদ আবরারের মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৭৫ বলে ৮৪ রান তুলে নেয় বাংলাদেশ। তবে ১ রানের টানা তৃতীয় ফিফটির দেখা পাননি জাওয়াদ। ৩৬ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন এই ওপেনার।
এরপর ১০৩ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার রিফাত বেগ। ৪৮ বলে ৩৬ রান করেন তিনি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৯ ও কালিম সিদ্দিকি আলিন ৩২ রানের ইনিংস খেলেন। এই দুজনের বিদায়ের পর দুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষদিকে ফরিদ হাসান ফয়সালের ২৯ রানের কল্যাণে লড়াইয়ের পুঁজি গড়তে সক্ষম হয় যুবা টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৮৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দুইশোর্ধ্ব রান ডিফেন্ড করতে নেমে ৪৪ রানেই লঙ্কানদের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর চামিকা হিনাতগালার ৪১ ও অ্যাডহাম হিলমির ৩৯ রানের কল্যাণে ব্যবধান কমাতে সক্ষম হয় দলটি। এর বাইরে কোনো ব্যাটার বিশের ঘর ছুঁতে পারেননি।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। ইকবাল ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি এবং শাহরিয়ার ২৭ রান দিয়ে সমান ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সামিউন বসির রাতুল ২টি এবং সাদ ইসলাম রাজিন ও আজিজুল একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২২৫/১০ (৪৬.৩ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ : ১৮৬/১০ (৪৯.১ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি
