হংকং সিক্সেস টুর্নামেন্টের পর্দা উঠেছে আজ (শুক্রবার)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ রানের নাটকীয় এক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শক্তিশালী পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে আকবর আলীর দল।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন আকবর। মাত্র ৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। তার স্ট্রাইকরেট ছিল ৩৫৫.৫৬। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন এই ওপেনার।
তবে ব্যাট হাতে রাঙাতে পারেননি আরেক ওপেনার জিসান আলম। গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এছাড়া মোসাদ্দেক হোসেন ৬ বলে ৮, আবু হায়দার রনি ১০ বলে ৬ এবং তোফায়েল আহমেদ ৪ বলে ৫ রান করেন।
হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রেক্ষাপটে ৬ ওভারে ৭৫ রান খুব বড় স্কোর নয়। তবে স্বল্প পুঁজি নিয়েও ভালো বোলিংয়ের কল্যাণে শেষরক্ষা হয় বাংলাদেশের। বিশেষ করে মোসাদ্দেকের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৬১ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন। ছবি- সংগৃহীত
ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন আবু হায়দার রনি। ১২ রানে ফেরান থানাকু দাবারেকে। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লাহিরু মাদুশঙ্কার (৭) উইকেট তুলে নেন সোসাদ্দেক হোসেন। তৃতীয় ওভারে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। চতুর্থ ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন মোসাদ্দেক। একে একে লাহিরু সামারাকুন (১৩) ও থারিন্দু রত্নায়েকের (৫) উইকেট তুলে নেন এই স্পিনার।
৪৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর শেষ দুই ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। তবে পঞ্চম ওভারে শেষ বলে ৬১ রানের মাথায় পঞ্চম উইকেট এবং ষষ্ঠ ওভারের প্রথম বলে রানআউটের কারণে সবকটি উইকেট হারায় লঙ্কানরা। তাতে ১৪ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বল হাতে ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক। দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন এই অলরাউন্ডার। এছাড়া রনি ও তোফায়েল একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৭৫/৫ (৬ ওভার)
শ্রীলঙ্কা : ৬১/৬ (৫.১ ওভার)
ফলাফল : বাংলাদেশ ১৪ রানে জয়ী
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আকবর-মোসাদ্দেকরা।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি