এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ৪০ ওভারের খেলা শেষে দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর নাটকীয় এক সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ভারতীয় ‘এ’ দল শেষ ওভারে ১৫ রান নিয়ে স্কোর সমান করে নেয়। তাতে সুপার ওভারে গড়ায় ম্যাচটি।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে এক রানও করতে পারেনি ভারত। রিপন মন্ডল প্রথম দুই বলেই ভারতের দুটি উইকেট তুলে নেন। প্রথম বলে জিতেশ শর্মাকে বোল্ড করে এবং দ্বিতীয় বলে আশুতোশ শর্মাকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে ফেরান এই পেসার।
এরপর মাত্র ১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আরও এক নাটকীয়তার জন্ম দেয় বাংলাদেশ। প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইয়াসির আলী রাব্বি। এরপর আকবর আলী আসেন ব্যাটিংয়ে। তবে দ্বিতীয় বলে সুয়াশ শর্মা ওয়াইড দিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
তবে বাংলাদেশের জয়টা নিশ্চিত হতে পারতো আগেই। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। রাকিবুলের করা ওভারে প্রথম ২ বলে ২ রান নিলেও পরের দুই বলে চার-ছক্কায় আরও ১০ রান তুলে নেয় ভারত। তবে পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন আশুতোশ।

আকবর আলীর ভুল থ্রোতে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। ছবি- এসিসি
শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। রাকিবুলের বলে লং অনে ফিল্ডারের কাছে বল ঠেলে দেন হার্শ দুবে। সেখানে থেকে দৌড়ে ২ রান নিতে গিয়েই হিমশিম খায় ভারত। তবে বাজে থ্রোয়ের কারণে উইকেট থেকে কিছুটা বেরিয়ে এসে বল তালুবন্দি করেন উইকেটরক্ষক আকবর আলী। তখন তিনি আউটের চেষ্টা না করলেও ২ রানের বেশি হতো না ভারতের। তবে তিনি কিছুটা দূর থেকে থ্রো করে স্ট্যাম্প ভাঙতে গিয়ে মিস করেন। এই সুযোগে আরেক রান নিয়ে স্কোর সমান করে নেয় ভারত।
এদিন ভারতের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৩ বলে ৪৪ রান করেন প্রিয়াংশু আর্য। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে। এছাড়া জিতেশ শর্মা ৩৩, নেহাল ওয়াধিরা ৩২ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও রাকিবুল হাসান। এছাড়া একটি করে উইকেট নেন রিপন ও সাকলাইন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। ছবি- এসিসি
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে ৪৬ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে ৬৫ রান করেন হাবিবুর রহমান সোহান। আরেক ওপেনার জিসান আলম করেন ২৬ রান। আর শেষদিকে মেহরব হাসান ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ৯ বলে ১৭ রান করেন ইয়াসির।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/বিটি