Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোতে ২য় অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সম্প্রতি টি-টোয়েন্টিতেও দারুণ খেলছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটসম্যানরা আগে যেখানে চারের ওপর নির্ভর করত এখন সেখানে ছক্কা মারার দিকে নতুন রেকর্ড গড়ছে। ২০২৫ সালে এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশ দলের ব্যাট থেকে এসেছে মোট ১৭১টি ছক্কা। যা মূলত দেশের টি–টোয়েন্টি ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

এর আগে ২০২৩ সালে এক বছরে বাংলাদেশ ১২২ টি ছক্কা মেরেছিল। তবে এবারে ছক্কার রেকর্ড আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। ছক্কা মারার তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান।২৬ ম্যাচে ১৯০ ছক্কা তাদের। তৃতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ১৫ ম্যাচে ১৪৮ ছক্কা। চারে আছে অস্ট্রেলিয়া ১১ ম্যাচে ১১১ ছক্কা এবং পাঁচে রয়েছে ইংল্যান্ড ১২ ম্যাচে ১০০ ছক্কা।

গত তিন বছর ধরে বাংলাদেশের ছক্কার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২১ সালে ২৭ ম্যাচে দলের ছক্কা ছিল ৮৩টি। ২০২২ সালে কিছুটা বাড়লেও ১০০ পার হতে পারেনি। তবে ২০২৩ সালে ১২২ ছক্কা মেরে দলটি প্রথমবারের মতো ১০০ ছক্কা ছাড়িয়ে যায়। ২০২৫ সালে এসে ছক্কার সংখ্যা এসে দাঁড়ায় ১৭১ এ।



তবে এ বছর বাংলাদেশের সামনে আরও একটি টি–টোয়েন্টি সিরিজ রয়েছে। অক্টোবরের শেষ দিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে দলটি। বাংলাদেশের বর্তমান ধারাবাহিকতা বজায় রাখলে ছক্কার সংখ্যা আরও বেড়ে যাবে।

অন্যদিকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ছক্কা এসেছে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের থেকে। তারা ৬ ম্যাচে ছক্কা মেরেছে ৩০টি। তাদের ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা যারা ১০ ম্যাচে ৬৯ ছক্কা মেরেছে।

উল্লেখ্য যে, এই পরিসংখ্যানই তুলে ধরে, সম্প্রতি টি–টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। ছোট ফরম্যাটে দলটি এখন ছক্কা মারার দিকে বেশি ঝুঁকছে।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট