Connect with us
ক্রিকেট

মোস্তারির ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮ রানের পুঁজি বাংলাদেশের

Bangladesh post a total of 198 against Australia, powered by Mostary’s fifty.
অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। ছবি-আইসিসি

নারী বিশ্বকাপে আজ (বৃহস্পতিবার) শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। ব্যাটিং ব্যর্থতার পর সোবহানা মোস্তারির ফিফটিতে দুইশ রানের কাছাকাছি পুঁজি পেয়েছে লাল-সবুজের দল।

এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৯ চারের মারে ইনিংসটি সাজান এই মিডল অর্ডার ব্যাটার।

Sobhana Mostari scores Fifty against Australia

৮০ বলে ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন মোস্তারি। ছবি- আইসিসি

বিশ্বকাপে অভিষেক ম্যাচে ফিফটি তুলে নেওয়া ফিফটি তুলে নেওয়া রুবাইয়া হায়দার ঝিলিক আজ তুলে নিতে পারতেন নিজের দ্বিতীয় ফিফটি। তবে ৬ রানের জন্য দ্বিতীয়বার মাইলফলকে পৌঁছাতে ব্যর্থ হন এই ওপেনার। ৫৯ বলে ৮ চারের মারে ৪৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।



তবে গত ম্যাচে ফিফটি তুলে নেওয়া শারমিন আক্তার সুপ্তা আজ ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৩৩ বলে ৩ চারের মারে ১৯ রান করে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৫ বল খেলে মাত্র ১২ করেই সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে কোনো চারের মার ছিলনা। চলতি আসরে এখনো প্রথম ফিফটি তুলে নেওয়ার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার।

এর বাইরে বাকিরা ব্যাট হাতে দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। ওপেনার ফারজানা হক ২৪ বল খেলে ৮ রান করেন। রান পাননি চলতি আসরের দ্রুততম ফিফটি তুলে নেওয়া স্বর্ণা আক্তারও। ২৪ বলে মাত্র ৭ রান করেন এই ব্যাটার। এছাড়া অলরাউন্ডার রাবেয়া খানের ব্যাটে আসে ৬ রান।

অঅস্ট্রেলিয়ার পক্ষে৬ বোলারের মধ্যে ৪ জনই ২টি করে উইকেট নিয়েছেন। তারা হলেন অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারেহ্যাম। এছাড়া একটি উইকেট নেন মেগান শ্যুট।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট