
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্রামের তেমন সুযোগ পায়নি বাংলাদেশ দল। আইসিসির সহযোগী দেশটির সঙ্গে লজ্জাজনক সিরিজ হারের পর পাকিস্তানে পাড়ি জমায় দলটি। ম্যাচের ভেন্যু লাহোরে দুই দিনের প্রস্তুতি সেরেছে সফরকারীরা। সপ্তাহখানেকের মধ্যে ফের মাঠে নামছে লিটন দাসের দল।
আগামীকাল বুধবার (২৮ মে) মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আড়াই বছরেরও বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে টাইগাররা। সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল।
সাম্প্রতিক সময়ে দুই দলই টি-টোয়েন্টিতে বাজে সময় পার করছে। পাকিস্তান তাদের সবশেষে পাঁচ ম্যাচে ১ জয়ের বিপরীতে ৪টিতেই হেরেছে। সবুগুলো ম্যাচই ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ তাদের সবশেষে পাঁচ ম্যাচের ৩ জয়ের বিপরীতে ২টিতে হেরেছে। এর মধ্যে দুটো জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং একটি জয় এসেছে আরব আমিরাতের বিপক্ষে। তবে বাকি দুই ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে হেরেছে তারা।
আরও পড়ুন :
» বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা
» মুস্তাফিজকে মিস করবেন সিমন্স, বাকিদের দেখছেন সুযোগ
অবশ্য পাকিস্তান তাদের ঘরের মাঠে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে। পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বারের দেখায় ১৬টিতেই জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।
সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে দলটিকে আর হারাতে পারেনি বাংলাদেশ। সবশেষ ৯ দেখায় অপরাজিত ম্যান ইন গ্রিনরা। অবশ্য ২০২৩ সালে এশিয়ান টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এই টুর্নামেন্টে কেউই মূল দল নিয়ে খেলেনি।
আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম ট-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন।
ম্যাচ দেখবেন যেভাবে
ঘরের মাটিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে না জটিলতা দেখা দিয়েছিল। বাংলাদেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল সিরিজটি সরাসরি সম্প্রচারের আগ্রহ দেখায়নি। যে কারণে সরকারি টেলিভিশন বিটিভিতে সিরিজটি সম্প্রচার করা হয়। তবে এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সরাসরি সম্প্রচার নিয়ে কোনো জটিলতা থাকছে না। এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস। এছাড়া ট্যাপম্যাডের মাধ্যমে অনলাইনে সরাসরি ম্যাচগুলো উপভোগ করা যাবে।
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/বিটি
