Connect with us
ক্রিকেট

আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, শুরু হচ্ছে নতুন অধ্যায়

Bangladesh vs Sri Lanka_ODI Series
বুধবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। ছবি- এসএলসি

আগামীকাল থেকে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। ১৮ বছর পর ওয়ানডেতে পঞ্চপাণ্ডবের (মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ) কোনো ক্রিকেটারকে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ। একইসঙ্গে শুরু হচ্ছে এক নতুন অধিনায়কের অধ্যায়ও।

ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মিরাজ অধ্যায়। এর আগে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশকে বেশ কয়েকব নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এই প্রথম নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

চলতি বছরের প্রথম ওয়ানডে জয়ের খোঁজে কাল মাঠে নামবে বাংলাদেশ। এ বছর দুটি ওয়ানডে খেলে কোনো জয়ের দেখা পায়নি টাইগাররা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ দুটি খেলেছেন শান্ত-মিরাজরা। তবে শ্রীলঙ্কা সফরে চলতি বছরের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই এই সিরিজ দিয়েই প্রথম জয় তুলে নিতে চাইবেই মিরাজরা।

আরও পড়ুন:

» প্রথম ওয়ানডের আগে রিশাদকে নিয়ে বড় দুঃসংবাদ

» মুস্তাফিজের বোলিং সামলাতে পরিকল্পনার ছক কষছে লঙ্কানরা 

অবশ্য প্রায় ৭ মাস ধরে ওয়ানডেতে জয়হীন বাংলাদেশ। গত বছরের নভেম্বরে ওয়ানডেতে সবশেষ জয়টি এসেছিল। যদিও আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয়হীন ছিল লাল-সবুজের দল।

এবার নতুন নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। চেনা ফরম্যাটে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে টাইগাররা। তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানও বেশ ভালো। সবশেষ পাঁচ দেখায় তিনটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।

তাছাড়া সবশেষ দুটো দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলও বাংলাদেশের পক্ষেই রয়েছে। গত বছর ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আর ২০২১ সালেও ঘরের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। তাই এবারের সিরিজ দিয়ে ওয়ানডেতে পুনরায় চিরচেনা ছন্দে ফিরতে চেষ্টা করবে বাংলাদেশ।

আগামীকাল (১ জুলাই) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৫ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট