Connect with us
ফুটবল

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Bangladesh football team to play two friendly matches against Nepal in September
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দু’বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে এই দুই ম্যাচের সিরিজ আয়োজন করবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।

বৃহস্পতিবার নেপালের ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

» সংবর্ধনায় বিশ্বকাপে খেলার প্রত্যাশা জানালেন ঋতুপর্ণারা

» এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস

উভয় ম্যাচই নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উইন্ডোর সময়সূচী অনুযায়ী আয়োজিত হবে।

বাংলাদেশ ও নেপাল—উভয় দলের জন্যই এই প্রীতি ম্যাচগুলো আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দলের কোচ ও সংশ্লিষ্টরা এই সিরিজকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল