Connect with us
ক্রিকেট

পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, নতুন সময় কবে?

Bangladesh-Pakistan Series
পেছাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। ছবি- সংগৃহীত

চলতি মাসে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাম্প্রতিককালে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সামরিক উত্তেজনা কমে যাওয়ায় অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে। তবে পূর্বনির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না এই সিরিজ।

মূলত সামরিক সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল পিএসএল। তবে নতুন করে পিএসএল শুরুর সময় জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেটারই প্রভাব পড়েছে বাংলাদেশ সিরিজে। নতুন সূচি অনুযায়ী পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। একই তারিখে শুরু হওয়ার কথা ছিল আসন্ন টি-টোয়েন্টি সিরিজ। তাই স্বাভাবিকভাবেই পেছাচ্ছে এই সিরিজটি।

আরও পড়ুন:

» জাদেজাকে ছাড়িয়ে শীর্ষস্থানে চোখ মিরাজের

» বাংলাদেশ সিরিজের আগে নতুন প্রধান কোচ নিয়োগ দিল পাকিস্তান 

আজ মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পিসিবি আসন্ন এই সিরিজের জন্য সংশোধিত সূচি পাঠিয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডেইলি সান

সম্ভাব্য নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতে পারে ২৭ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে। একই ভেন্যুতে ২৯ মে ও ১ জুন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩ ও ৫ জুন মাঠে গড়াতে পারে শেষ দুইটি ম্যাচ। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে লাহোরে। তবে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে আরবি আমিরাত সিরিজ খেলতে আগামী ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী ১৭ এবং ১৯ মে সিরিজে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট