
টি-টোয়েন্টিতে টানা তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি এশিয়া কাপে টাইগারদের কাছে হেরে সুপার ফোরে ওঠা হয়নি আফগানদের। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পরাজয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন আফগানিস্তানের ব্যাটিং কোচ এন্ড্রু পুটিক। ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব দিয়েছেন টাইগার ক্রিকেটারদের।
গতকাল শেষ পর্যন্ত ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে হারের প্রভাব পড়েছে কিনা আফগানদের ওপর সেই প্রশ্নের জবাবে পুটিক বললেন, ‘আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী। ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।’
টাইগারদের শেষ ভরসা হিসেবে উইকেটে টিকে থাকা নুরুল হাসান সোহান ২১ বলে ৩১ রান করে দলকে জিতিয়েছেন। তার দায়িত্বশীল ব্যাটিং নিয়ে পুটিক বলেন, ‘হ্যাঁ আপনি একদম দারুণ বলেছেন। সে (সোহান) এসে দারুণ করেছে। তার প্ল্যান ছিল। চাপের মধ্যেও প্ল্যানটা ভালোভাবে কাজে লাগিয়েছে সে। এখনও পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। বেসিকে আমরা কিছু ভুল করেছি ৪০ ওভারজুড়ে।’
নিজেদের পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগাতে না পারার কথাও উল্লেখ করেন তিনি, ‘কঠিন ম্যাচ ছিল আসলে। ব্যাটিং দল হিসেবে শুরুটা কাজে লাগাতে পারতাম আমরা। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৩৫ রান তুলেছি আমরা, আমরা হয়ত আরও আগ্রাসী ব্যাটিং করতে পারতাম পাওয়ারপ্লেতে, বাংলাদেশকে চাপে ফেলা যেত। এমন জায়গায় পরের ৪ ওভারে রান তোলার সুযোগ থাকে, আমরা পারিনি। যখনই মোমেন্টাম পেয়েছি তখনই উইকেট হারিয়ে ফেলেছি।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের চ্যালেঞ্জে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দিকে ১৯ রান প্রয়োজন থাকতে অষ্টম উইকেটের পতন ঘটে টাইগারদের। এসময় নুরুল হাসান সোহানকে যোগ্য সঙ্গ দেন পেসার শরিফুল ইসলাম। খেলেন ৬ বলে ১১ রানের ইনিংস। এছাড়া বল হাতে মাত্র ১৩ রান খরচায় ১ উইকেট পেয়েছিলেন তিনি। ফলে এদিন ম্যাচ সেরার পুরস্কার উঠে শরিফুলের হাতে।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস
