Connect with us
ক্রিকেট

বাংলাদেশে আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ

fizz vs ipl broadcasting
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

notice



সরকারি এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট বা গ্রহণযোগ্য কারণ জানা যায়নি। ফলে বিষয়টি বাংলাদেশের মানুষের মধ্যে গভীর হতাশা, ক্ষোভ ও ব্যথার সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার এবং প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

গত কয়েক দিন ধরেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে আলোচনা চলছিল। ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শুরু থেকেই তাকে বাদ দেওয়ার দাবিতে সরব ছিল। ধারাবাহিক চাপের মধ্যেই শনিবার (৩ জানুয়ারি) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, মুস্তাফিজ আর তাদের দলে নেই।

যদিও এর আগে ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে পড়বে না এবং বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ তাদের হাতে আসেনি। সে সময় বিসিসিআইয়ের অবস্থান ছিল, বাংলাদেশ ভারতের শত্রু দেশ নয় এবং মুস্তাফিজ আইপিএল খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হয়নি।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট