Connect with us
অন্যান্য

রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ছে বাংলাদেশ

Bangladesh Volleyball in Cava Cup Dhaka 2025
কাভা কাপে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। ছবি- ফেসবুক

কাভা কাপ ভলিবলের রাউন্ড রবিন লিগে মালদ্বীপ ও নেপালকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এসে জমজমাট লড়াইয়ে মাঝে হারের শঙ্কা জেগেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ভলিবল দল।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাভা কাপ ভলিবলের রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে স্বাগতিকরা জয় তুলে নিয়েছে ৩-২ সেটের ব্যবধানে।

কাভা কাপ ভলিবলে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও তুর্কেমেনিস্তান। ৬ দলের এই টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে প্রতিটি দল খেলবে মোট পাঁচ ম্যাচ। যেখান থেকে শেষ পর্যন্ত শীর্ষ দুটি দল সরাসরি যাবে টুর্নামেন্টের ফাইনালে।



এদিন ম্যাচের শুরুটা দারুন ভাবে করেছিল বাংলাদেশ। প্রথম দুই সেটেই জয় তুলে নেয় হরসিত-রাতুলরা। প্রথম সেট জেতে ২৫-২০ ব্যবধানে আর দ্বিতীয় সেট ২৫-২১ ব্যবধানে। তবে মাঝে বাংলাদেশের দুর্বলতা কাজে লাগিয়ে দুর্দান্ত ভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা।

তৃতীয় সেটে একপেশে ভাবেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এই সেটে লঙ্কানরা জেতে ২৫-১৫ ব্যবধানে। চতুর্থ সেটে অবশ্য আবারও লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ। তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চতুর্থ সেটেও জয় তুলে নিতে সক্ষম হয় লঙ্কানরা। জিতে নেয় ২৫-২২ ব্যবধানে।

প্রথম চার সেটে ২-২ সমতায় থাকা ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। যেখানে একপর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১১-১১ তে পৌঁছায়। এরপরই স্নায়ুর চাপ ধরে রেখে টানা চার পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেপালকে হারিয়েছিল ৩-২ সেটে। সবমিলিয়ে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জয় তুলে নিল বাংলাদেশ। এদিকে আগামী রোববার টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সমান তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তুর্কমেনিস্তান। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বাকি দলগুলো অনেকটাই পিছিয়ে রয়েছে এই দুই দলের তুলনায়। তাই বলা যায় টুর্নামেন্টের বাকি অংশে বড় কোন চমক না ঘটলে ফাইনালেও দেখা যেতে পারে এই দুই দলকে।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য