Connect with us
হকি

প্রথমবার যুব হকি বিশ্বকাপ খেলতে ভারতের পথে বাংলাদেশ

বাংলাদেশ যুব হকি দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের যুব হকি দল আজ সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মত তারা অংশ নিতে যাচ্ছে যুব হকি বিশ্বকাপে, যা ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশের আছে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপে প্রতিপক্ষ তিন দল অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। তিনটিই শক্তিশালী দল, আর সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়ে গেছে লাল–সবুজ জার্সি। মূল পর্ব শুরুর আগে বাংলাদেশ চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।

দেশ ছাড়ার আগে দলীয় অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, দেশের হয়ে এই নতুন মঞ্চে নামতে পারাটা বিশেষ কিছু, এবং দলের লক্ষ্য হচ্ছে ভালো পারফর্ম করে নিজেদের সামনে পথ তৈরি করা। তাঁর মতে, প্রথমবার সুযোগ পাওয়া মানে শুধু অভিজ্ঞতা নয়, নিজেদের জন্য বড় অনুপ্রেরণা গড়ে তোলা।



তবে দল ঘোষণার পর শেষ মুহূর্তে একটি দুঃসংবাদও এসেছে বাংলাদেশ শিবিরে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় মো. মেহেদী হাসান দলের সঙ্গে যেতে পারেননি। তাঁর জায়গায় বিকল্প ব্যবস্থা নেওয়া হলেও কোচিং স্টাফ মনে করছে, দলের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব পড়বে না।

এদিকে ভারতে পৌঁছে দল সরাসরি ক্যাম্পে যোগ দেবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে দলীয় আবহ আর প্রস্তুতির মান দেখে সবাই আশাবাদী, তরুণ খেলোয়াড়রা অভিষেক আসরে নিজেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এক নজরে জাতীয় যুব হকি দলের স্কোয়াড : মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি