
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আজ (মঙ্গলবার) প্রথম চারদিনের টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার আশিকুর রহমান শিবলি।
বৃষ্টির বাধার কারণে এদিন ৭০ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দিন শেষে ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক শাহাদাত হোসেন দিপু (৪২*) ও প্রীতম কুমার (৩১*)।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও রিজওয়ান মিলে দলকে দারুণ শুরু এনে দেন। উদ্বোধনীতে ৬৯ রান যোগ করেন তারা। রিজওয়ান ১২ রান করে ফিরে গেলে আইচ মোল্লাকে নিয়ে আরও ৬০ রান যোগ করেন শিবলি।
আরও পড়ুন :
» পিএসএলে সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মিরাজ
» বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে নতুন মোড়
দলীয় ১২৯ রানের মাথায় ফিরে যান আইচ মোল্লা। তার ব্যাট থেকে আসে ২৪ রান। এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে জুটি গড়েন শিবলি। এই জুটিতে নিজের শতরানের মাইলফলক স্পর্শ করেন এই ওপেনার। দলীয় ১৭৩ রানের মাথায় তার দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে। ১৪৩ বলে ১৬ চার ও ১ ছক্কার মারে ১০৪ করে ফেরেন এই তরুণ ব্যাটার।
এরপর আরিফুল ইসলাম ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৩ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর প্রিতম কুমারকে নিয়ে ৩৮ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন দিপু। আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তারা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে একটি করে উইকেট শিকার করেন তিয়ান ভন ভারেন, শেপো এনতুলি ও অ্যান্ডিল সিমেলেন।
ক্রিফোস্পোর্টস/২০মে২৫/বিটি
