সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশ রানের আগেই আয়ারল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তাতে ২১৫ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেটে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে আইরিশরা। এখনো ২১৫ রানে পিছিয়ে সফরকারীরা।
এর আগে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলেছিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় ২ রান যোগ করে ১৭১ রান করে বিদায় নেন। আর মুমিনুলও ২ রান যোগ করে ৮২ রান করে আউট হয়ে যান।
এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেন। তবে মুশফিক ২৩ রান করে বিদায় নেন। এরপর শান্ত ও লিটন মিলে আরও ৯৮ রান যোগ করেন। লিটন ফিফটি হাকিয়ে ৬০ রান করে বিদায় নেন। এরপর শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে সেঞ্চুরি তুলেই বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। এরপর মিরাজ-মুরাদদের ছোট ছোট ক্যামিওতে ৩০০ লিড পেরিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করে আয়ারল্যান্ড। কিন্তু দলীয় ১৪ রানে কারমাইকেলের স্টাম্প উড়িয়ে দেন নাহিদ রানা। প্রথম ইনিংসে ফিফটি হালানো এই ওপেনার ৫ রান করে বিদায়। তবে উইকেট হারালেও অপরপ্রান্তে মারকুটে ভঙ্গিতে খেলে যান পল স্টারলিং। তাতে ১ উইকেট হারিয়েই দলীয় রান পঞ্চাশ ছাড়ায় আয়ারল্যান্ড।
দলীয় ৬১ রানের মাথায় রানআউটের শিকার হন স্টারলিং। ফিফটি মিস করে ৪৩ রানে ফিরে যান এই ওপেনার। এরপরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। পরের ২৪ রানের মধ্যেই আরও ৩টি উইকেট হারায় সফরকারীরা। তাতে ইনিংস ব্যবধানে হার এড়ানো অনেকটা কঠিন হয়ে গেছে আইরিশদের জন্য।
বাংলাদেশের হয়ে ৩ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ। এছাড়া নাহিদ ও তাইজুল একটি করে উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি