Connect with us
ক্রিকেট

ক্রিকইনফোর প্রতিবেদন

ভারতে খেলতে হবে, নয়তো পয়েন্ট হারাবে বাংলাদেশ: আইসিসি

BD team
ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে খেলতে না চাইলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ এমন অবস্থানের কথাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ নাকচ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে স্পষ্ট করে বলা হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে। অন্যথায় ম্যাচ না খেললে পয়েন্ট হারানোর সম্ভাবনা থাকবে। তবে বিসিবি দাবি করছে, আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত আল্টিমেটাম দেয়নি।

মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে এ নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা নিয়ে এখনো দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিল। সেই চিঠির পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়।



এদিকে, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন এক মাসেরও কম সময় বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। ২০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

এই পরিস্থিতির পেছনে রয়েছে সাম্প্রতিক আইপিএল বিতর্ক। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। কিন্তু ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তি ও চাপের মুখে বিসিসিআই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয়। তাদের দাবি ছিল, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলে খেলানো ঠিক নয়। তারই ধারাবাহিকতায় বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে নির্দেশ দেয় মুস্তাফিজকে ছেড়ে দিতে এবং তারা আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছেড়ে দেয়।

এদিকে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, বোর্ডের নির্দেশেই মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি। এছাড়া আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও এ বিষয়ে হয়নি বলে জানা গেছে। ফলে বোর্ডের ভেতরে কারা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট