Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে সিরিজ বাঁচাতে পাকিস্তানের মাটিতে গড়তে হবে ইতিহাস

Bangladesh cricket team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইতোমধ্যে হেরেছে বাংলাদেশ। আজ সিরিজ বাচাতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজের টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের কাছে। আর এই জয় দিয়েই নতুন ইতিহাস লিখতে চাইবে বাংলাদেশ।

এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবকটিতেই স্বাগতিকদের কাছে পরাজিত হতে হয়েছে টাইগারদের। এবার নতুন ইতিহাস করে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটে জয় পেতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। এরপর এক যুগ বাদে ২০২০ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে লাল সবুজের প্রতিনিধিরা। সেই দুটিতেও ৯ এবং ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সবশেষ হেরেছে চলতি সিরিজের প্রথম ম্যাচে।


আরও পড়ুন:

» বিসিবির দায়িত্ব নেয়া ইস্যুতে বুলবুলকে যে বার্তা দিল আইসিসি

» আইসিসিতে ‘নালিশ’ জানিয়ে হুঁশিয়ারি দিলেন ফারুক আহমেদ


আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের এই দ্বিতীয় ম্যাচ। এর আগে প্রথম ম্যাচে পরাজিত হয়ে ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এদিকে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিতে চায় স্বাগতিক পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৭ রানে পরাজিত করেছিল সালমান আঘার দল। যেখানে পাকিস্তানের ২০১ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশ স্কোয়াড : লিটস দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট