Connect with us
ক্রিকেট

জাওয়াদের ফিফটিতে নেপালকে হারিয়ে সেমির আরও কাছে বাংলাদেশ

Bangladesh move closer to the semis by beating Nepal with Jawad’s fifty.
টানা দ্বিতীয় জয়ের সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। ছবি- এসিসি

চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর জাওয়াদ আবরারের অপরাজিত ফিফটিতে নেপালকে হারিয়েছে যুবা টাইগাররা। তাতে সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেছে আজিজুল হাকিম তামিমের দল।

সোমবার (১৫ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।

এদিন রানতাড়ায় নেমে ঝোড়ো শুরুর আভাস দেন জাওয়াদ আবরার। তবে পাওয়াপ্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় যুবা টাইগাররা দলীয় ২৮ রানে রিফাত বেগ (৫) এবং দলীয় ২৯ রানে বিদায় নেন অধিনায়ক আজিজুল হাকিম (১)।



শুরুতে দুই উইকেট হারানোর পর জাওয়াদ ও কালাম সিদ্দিকি আলিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ১১৫ বলে ৯২ রান যোগ করেন তারা। তবে জাওয়াদের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেননি আলিন। ৬৬ বলে ৩৪ রান করে বিদায় নেন এই ব্যাটার।

পরবর্তীতে রিজান হোসেনকে নিয়ে ১৪ রানের অপরাজিত জুটিতে জয়ের আনুষ্ঠানিকতা সারেন জাওয়াদ। আগের ম্যাচে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা জাওয়াদ আজও ছিলেন সেঞ্চুরির পথে। তবে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকায় আগেই থামতে হয়েছে তাকে। ৬৮ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৭ চার ও ৩ ছক্কায় দুর্দান্ত এই ইনিংসটি সাজান জাওয়াদ। এছাড়া ৮ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন রিজান। নেপালের পক্ষে একটি করে উইকেট নেন অভিষেক তিওয়ারি ও যুবরাজ খাত্রি।

Zawad Abrar wins MOTM against Nepal in U-19 Asia Cup

দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জাওয়াদ আবরার। ছবি- এসিসি

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল নেপাল। উদ্বোধনী জুটিতেই ৪০ রান তুলে নেয় তারা। তবে ৪০ রানে প্রথম উইকেট পতনের পরেই শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। এরপর ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে বসে দলটিম তবে শেষদিকে অভিষেক তিওয়ারির ৩০ ও আশিশ লুহারের ২৩ রানের কল্যাণে শতরান পেরোতে সক্ষম হয় তারা। তবে শেষ পর্যন্ত দেড়শও ছুঁতে পারেনি দলটি।

বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন সবুজ। ২টি করর উইকেট শিকার করেন সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম। এছাড়া একটি উইকেট পেয়েছেন শাহরিয়ার আল-আমিন।

সংক্ষিপ্ত স্কোর :

নেপাল অনূর্ধ্ব-১৯ : ১৩০/১০ (৩১.১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৩৫/৩ (২৪.৫ ওভার)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা : জাওয়াদ আবরার

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট